ক্রাইমবার্তা রিপোটঃ মঙ্গলবার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের মরহুম আতিয়ার রহমান সরদারের পুকুর থেকে আহসান হাবিব নুরুজ্জামান (২০) নামের এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। আগের রাত থেকে নিখোঁজ হওয়া আহসান হাবিব পাশর্^বর্তী ব্রক্ষ্মশাসন গ্রামের বাক প্রতিবন্ধী আমিরুল ইসলাম সরদারের দুই ছেলের মধ্যে বড়। পারিবারিক অস্বচ্ছলতার কারনে সে নিজে রিকসা চালিয়ে খুলনার বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীতে লেখাপড়া করতো। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে জিন্সের প্যান্ট ও ফুলহাতা টি-শার্ট ছিল।
নিহতের চাচা শোয়েব আক্তার আকাশ জানায় সোমবার পর থেকে তারা সাধুর হাটখোলা এলাকায় গল্প করছিল। রাত নয়টার দিকে ভাত খাওয়ার কথা বলে আহসান হাবিব বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় আশপাশে খোজাখুজি সত্ত্বেও রাতে তার কোন খোঁজ মেলেনি। পরবর্তীতে মঙ্গলবার বেলা এগারটার দিকে মরহুম আতিয়ার রহমান সরদারের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।
নিহতের মা নুরজাহান বেগম জানায় করোনার কারনে সে মার্চ মাসের শুরুতে বাড়িতে ফিরে আসে। প্রতিবন্ধী পিতা উপার্জনক্ষম বলে আহসান নিজে রিকসা চালিয়ে লেখাপড়া চালিয়ে নেয়ার পাশাপাশি পরিবারের দেখামুনা করতেন বলেও তিনি জানান।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণের পর মৃত্যুর কারন জানা যাবে। তবে মৃতদেহের সাথে থাকা মুটোফোন এবং একটি ওড়নাসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …