ক্রাইমবার্তা রিপোটঃ পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর-এ দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালনরত অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সাতক্ষীরা জেলার কৃতিসন্তান মো: আবু বকর সিদ্দীক-কে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ২১৫ জন কর্মকর্তার দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। পুলিশ সদর দপ্তর জেলা এবং বিভিন্ন বিভাগে কর্মরত এসপিদের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পিটিসি, রংপুর-এর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: আবু বকর সিদ্দীক-কে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়। মো: আবু বকর সিদ্দীক বাংলাদেশ পুলিশের ২১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের এক সংগ্রামী মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মো: মনুয়ার আলী সানা ও মাতা মিসেস জরিনা খাতুন। আবু বকর সিদ্দিক এর আগে পেশাগত জীবনে জাতিসংঘ মিশন এবং চট্টগ্রাম, পটুয়াখালী ও কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন লালন গবেষক। ‘লালন মেলায় পাগলেরা’ ও অন্ধগলির ব্যবচ্ছেদ’ তাঁর প্রকাশিত দুটি গ্রন্থ। তাঁর দাম্পত্য জীবনের সঙ্গী সুরাইয়া সুলতানা ইভা। প্রজ্ঞা ও প্রমা তাঁদের দুটি কন্যাসন্তান। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …