সাতক্ষীরা সংবাদদাতা: ভাড়াটিয়ার হয়রানি থেকে নিষ্কৃতি চেয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক। অভিযোগ সূত্রে জানা যায়,জেলার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের শাহজান আলীর ছেলে এস এম শাহনেওয়াজ সৈকত ও তার স্ত্রী যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রেহেনো সুলতানা গত ০১/০৮/১৯ তারিখে শহরের মধ্য কাটিয়া পাড়ার ব্যাংকর মোঃ মোস্তফা আবু তাহেরের কাছ থেকে নিয়োম মোতাবেক বাসা ভাড়া নেয়। মাস শেষে ভাড়া না দিয়ে টালবাহনা করে। এর পর ভাড়াটিয়া সৈকত ও তার স্ত্রী ঘরের দরজায় তালা দিয়ে অনত্র চলে যায়। মোবাইলে যোগাযোগ করা হলে ভাড়াটিয়ারা,সময় ক্ষেপন করেন। ইত্যি মধ্যে ভাড়াটিয়ার কাছে ডাক যোগে বাসা ছাড়ার নোটিশ পাঠিয়েছে বাড়ির মালিক আবু তাহের। নোটিশের প্রাপ্তি শিকারের পরও দীর্ঘ ১০ মাস যাবত ভাড়াটিয়া ঘর খালি না করায় বাড়ির মালিক সাতক্ষীরা সদর থানায় জিডি করে। জিডিনং ১৩১০/২০২০। স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তি বর্গের কাছে প্রতিকারও চান তিনি। উক্ত ভাড়াটিয়ার বিরুদ্ধে এলাকায় একাধী ব্যক্তির বিরুদ্ধে দায় দেনার অভিযোগ রয়েছে। ভাড়াটিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। কক্ষদু’টি ব্যবহারের জন্য কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন বাড়ির মালিক।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …