ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ার পর এক মাস অতিবাহিত হলেও বাঁধ রক্ষা সম্ভব হয়নি। ফলে ভাঙ্গন কবলিত অসহায় মানুুষ মানবেতর জীবন যাপন করছেন। উপজেলার আশাশুনি সদর, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নের ভেঙ্গে যাওয়া পাউবো’র বেড়ী বাঁধ এখনো পুন: নির্মান সম্ভব হয়নি। কিছু স্থানে রিং বাঁধ দিয়ে সাময়িক ভাবে কিছু এলাকা রক্ষার উদ্যোগ নেওয়া হলেও তার কিছু পুনরায় ভেঙ্গে একাকার হয়ে গেছে। ফলে প্লাবিত এলাকা নদীর জোয়ার ভাটার পানি উঠানামা করায় ঘরবাড়ি, মৎস্য ঘের, জমির ফসল নিয়মিত নিমজ্জিত হয়ে যাচ্ছে। লবণাক্ত পানিতে গ্রামের পর গ্রাম নিমজ্জিত ও জলমগ্ন থাকায় মানুষ কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদের জোয়ার ভাটায় এলাকা এখন একাকার হয়ে গেছে। স্কুল, মাদরাসা, মসজিদ, মন্দির, গবাদিপশু, খামারিদের সম্বল, জমির ফসল ও মৎস্য ঘেরের মাছ ভেসে গিয়ে মানুষকে নিঃশ^ করে দিয়েছে। টোং ঘর বেঁধে, বেড়ীবাঁধে কিংবা আশ্রয় কেন্দ্রে বসবাসের স্থায়ীত্ব কত দিনের হবে তা ভেবে কুলকিনারা করতে পারছেন না কেউ। পরিবারের আয়ের উৎস শেষ সম্বল মাছ ধরার নৌকায়ও কেউ কেউ বাসগৃহ করে ভাসমান ভাবে বসবাস করছে। এলাকা ছেড়ে অন্যত্র চলেও গেছে কিছু কিছু পরিবার। প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে ইউনিয়ন বা গ্রামের মানচিত্র পরিবর্তন হতে হতে ভিন্নচিত্রে এসে দাড়িয়েছে। প্রতি বছর বাঁধ ভাঙছে এবং প্রতি বছর সাময়িক ভাবে রক্ষার লক্ষ্য নিয়ে বাঁধের কাজ করায় এলাকার মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। সরকার সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মানের ঘোষণা এলাকাবাসীকে আশ^স্থ করেছে। টেঁকসই বেড়ীবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ পদক্ষেপের মাধ্যকে নিয়মিত ভাঙ্গন ক্রিয়া প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবেন এ দাবী এলাকাবাসী সকলের।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …