সাতক্ষীরার নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্তঃ মোট আক্রান্ত ১০০: একই বৌক্তি ২বার আক্রান্ত ৫

ক্রাইমবার্তা রিপোটঃ    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে আরো ৩৮টি নমুনা পজেটিভ হয়েছে। যশোরসহ দক্ষিণ-পশ্চিমের ছয় জেলার নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়।
যবিপ্রবি জেনোম সেন্টারে চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার তাদের ল্যাবে ছয় জেলার মোট ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জেলার ৩৮টি নমুনা পজেটিভ ফল দেয়। বাদবাকি ১৭৭টি নমুনা নেগেটিভ হয়েছে।
এদিন যশোর জেলার ৮২টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এছাড়া নড়াইলের ২৩টি নমুনা পরীক্ষা করে পাঁচটি, ঝিনাইদহের ৫৩টি নমুনার মধ্যে ছয়টি, বাগেরহাটের নয়টির মধ্যে চারটি এবং সাতক্ষীরার ৪০টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ ফল দেয়। আর মাগুরার আটটি নমুনাই নেগেটিভ ফল দিয়েছে।
সংশ্লিষ্ট জেলাসমূহের সিভিল সার্জনদের কাছে সকালেই পরীক্ষার ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এখন রোগীদের অবস্থান শনাক্ত করছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে যশোরে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা শুরু করেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।