ক্রাইমবার্তি রিপোটঃ পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার ছয়ঘরিয়ায় কন্যা শিশুকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন তারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
নিহতরা হলো, সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাটিকাটা শ্রমিক মনিরুল ইসলামের স্ত্রী তাজমীরা খাতুন (২৮) ও তাদের ৭ বছরের শিশু কন্যা ফতেমা খাতুন।
সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, গৃহবধূ তাজমীরা খাতুনের সাথে তার শ^াশুড়ি রোজিয়া খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে বিকালে গৃহবধূ তাজমিরা খাতুন কাউকে কিছু না জানিয়ে তার দুই শিশু কন্যা ফতেমা খাতুন(৭) ও মেহেরুন খাতুন (২)কে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ান। এরপর তিনি নিজেও ওই গ্যাস ট্যাবলেট খান। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে আনার পথে পথিমধ্যে শিকড়ি নামক স্থানে গৃহবধূ তাজমিরা ও তার শিশু কন্যা ফাতেমা মারা যান। এরপর স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করেন। তবে, তাদের দুই বছরের শিশু কন্যা মেহেরুন বর্তমানে সুস্থ আছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো জানান, মা ও মেয়ের লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে গৃহবধূ তাজমীরার শ^াশুড়ি রোজিয়া খাতুনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …