#সাতক্ষীরায়_মেডিকেল_কলেজ_হাসপাতালে_সম্ভাব্য_কোভিড_১৯_রোগীর_নমুনা_সংগ্রহ_বুথ_স্থাপন:
সিভিল সার্জন, সাতক্ষীরা ডাঃ মোঃ হুসাইন শাফায়াত মহোদয় সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা সংগ্রহের জন্য American Bangladeshi -Bangladeshi American community সংস্থার অর্থায়নে Human for Humanity Foundation ও রাবেয়া ওয়াজেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে তৈরীকৃত নমুনা সংগ্রহের বুথ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের নিকট হস্তান্তর করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডাঃ কুদরত-ই-খোদা মহোদয় সহ, কোভিড-১৯ রোগীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম মহোদয় নমুনা সংগ্রহ বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।সিভিল সার্জন মহোদয় এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও নমুনা সংগ্রহের ক্ষেত্রে বুথের ব্যবহারের মাধ্যমে নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্য কর্মীদের সংক্রমিত সম্ভাবনা কমান সম্ভব হবে ও নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিভিল সার্জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক মহোদয়ের উপস্থিতিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (ICU) পরিদর্শন করেন ও সার্বিক কার্যক্রম সফল ভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
(সিভিল সার্জনের কার্যালয়,সাতক্ষীরা,২২/০৬/২০২০)