#সাতক্ষীরা_জেলায়_কোভিড১৯_পরিস্থিতি

#সাতক্ষীরা_জেলায়_কোভিড১৯_পরিস্থিতি
#স্বাস্থ্যসেবায়_নিয়োজিত_কোভিড১৯_পজিটিভঃ
সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত থাকা অবস্থায় চিকিৎসক -৩ জন, সিনিয়র স্টাফ নার্স -১ জন,মেডিকেল টেকনোলজিস্ট-১ জন, স্টোর কীপার -২ জন, SACMO- ২ জন, স্বাস্থ্য সহকারী -১ জন,CHCP -১ জন, নার্স সহকারী -১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
এছাড়াও সাতক্ষীরায় বেসরকারি হাসপাতালে কর্মরত ৩ জন কর্মকতা,স্বাস্থ্যকর্মী, ৩ জন গ্রাম ডাক্তার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যসেবার সাথে জড়িত এই সাহসী বীরেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন,তাদের দ্রুত আরোগ্য কামণা করছি।
#সেবাখাতে_ও_পেশাজীবিদের_কোভিড১৯_সংক্রমণঃ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর -৩ জন, বিভিন্ন ব্যাংকের ৬ জন কর্মকর্তা,সরকারি প্রতিষ্ঠানের ৩ কর্মী,১ জন সাংবাদিক, ৩ জন মানবাধিকার ও সমাজকর্মী,১ জন আইনজীবী সহ কয়েকজন পেশাজীবি তাদের অত্যাবশ্যকীয় সেবা চালু রাখতে যেয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।তাদেরসহ জেলার সকল কোভিড-১৯ পজিটিভ রোগীর চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

২৭.০৬.২০২০ পর্যন্ত সাতক্ষীরা_জেলায়_আক্রান্ত_১৫২_জন_কোভিড১৯_ পজিটিভ রোগীর সার্বিক চিত্র জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তুলে ধরা হলঃ

#কোভিড১৯_আক্রান্ত_সুস্থঃ
আদ্যাবধি সাতক্ষীরা জেলায় ১৫২ জন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির ভিতর ৪৩ জন সম্পুর্ন সুস্থ হয়েছে, ৩৭ জনের কোন উপসর্গ ছিল না(শুধুমাত্র কোভিড-১৯ রোগীর সংস্পর্শে যাওয়া বা,নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুর-বহিরাগত জেলা থেকে সাতক্ষীরাতে ভ্রমণের ইতিহাস থাকায় নমুনা পরীক্ষা করা হয়)
#উপসর্গ_ও_ইতিহাসঃ১৫২ জনের ভিতর১০৩ জন জ্বরের ইতিহাস দিয়েছেন (২০ জন ১ দিন জ্বরের পর আর জ্বর বা,করোনার অন্য উপসর্গ অনুভব করেননি,১০ জন ১ সপ্তাহের বেশি সময় ধরে জ্বরের ইতিহাস দিয়েছেন ),৮৫ জন কাশির ইতিহাস দিয়েছেন (৬০ জনের কাশি প্রথম ৭ দিনের পর সেরে যায়),৭ জন শ্বাসকষ্টের ইতিহাস দিয়েছেন, ৩৪ জন শরীরে ব্যাথার ইতিহাস দিয়েছেন, ৮ জন গলা ব্যাথার ইতিহাস দিয়েছেন, ৫ জন পাতলা পায়খানার ইতিহাস দিয়েছেন, ৫ জন খাবারে কোন স্বাদ গন্ধ না পাওয়ার ইতিহাস দিয়েছেন,২০ জন শারীরিক দুর্বলতার ইতিহাস দিয়েছেন ।
★১২০ জন শুধুমাত্র মৃদু উপসর্গের ইতিহাস দিয়েছেন।
★১৮ জন মারাত্মক উপসর্গের ইতিহাস দিয়েছেন।
★৭ জন বর্তমানে হাসপাতালে আইসোলেটেড অবস্থায় চিকিৎসাধীন আছেন।
★বাকীরা বাড়ীতে অবস্থান করছেন।
★০১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন।
#কোভিড১৯_সংক্রমণের_উৎসঃ
কোভিড-১৯ আক্রান্ত ১৫২ জনের ৪০ জনের সুনির্দিষ্ট সংক্রমণের উৎস(কার দ্বারা আক্রান্ত হয়েছেন) খুজে পাওয়া গেছে,৬২ জনের ক্ষেত্রে সাতক্ষীরা জেলার বাইরে কোভিড-১৯ সংক্রমণ প্রবণ এলাকায় ভ্রমণ,যাতায়াত বা নিকট অতীতে বসবাসের ইতিহাস রয়েছে,৫৩ জনের ক্ষেত্রে সংক্রমণের সুনির্দিষ্ট কোন উৎস খুজে পাওয়া যায়নি।
★২৮ টি পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন পরিবারে অন্য সদস্য দ্বারা।
★৩০ টি ক্ষেত্রে সহকর্মী দ্বারা কর্মক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
(সিভিল সার্জনের কার্যালয়,সাতক্ষীরা, ২৭/০৬/২০২০,২১ঃ৩০)

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।