ক্রাইমর্বাতা রিপোট: সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আবেদ খান নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। আক্রান্ত অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …