ছয় দিনে উদঘাটন ইজিবাইক চালক হত্যার রহস্য ॥ স্ত্রী ও তার প্রেমিকের স্বীকারোক্তিমুলক জবানবন্দী

ক্রাইমর্বাতা রিপোট:  দেবহাটা অফিস ॥ অবশেষে দেবহাটার সখিপুর ঘাতকদের হাতে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার শিমুলিয়ার ইজিবাইক চালক মনিরুল হত্যার রহস্য উদঘাটন হয়েছে। নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন ও তার প্রেমিক কামটা গ্রামের ওহাব এর ছেলে সাইদুর রহমান রাজু গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় ঘাতকরা মনিরুলকে হত্যা করে দেবহাটা সখিপুর সড়কের টেলিফোন এক্সচেঞ্জ ভবন সংলগ্ন এলাকায় বেগুন খেতে ফেলে রেখে যায়। নির্মম এবং নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার মনিরুল হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ব্যাপক তৎপরতা চালায়। অবশেষে সাতদিনের মধ্যে পুলিশের তৎপরতায় আসামী গ্রেফতার পরবর্তি আদালতে স্বীকারোক্তিমুলক জবনাবন্দী দিলো নিহতের স্ত্রী ও তার প্রেমিক হত্যাকান্ডটি ইজিবাইক ছিনতাই নয় পরকিয়া প্রেম তা স্পষ্ট হলো স্ত্রী রাবেয়া ও তার প্রেমিক রাজুর স্বীকারোক্তি, সুত্র জানায় ১৬৪ ধারার জবান বন্দী ও স্ত্রী রাবেয়া ও তার প্রেমিক সাইদুর রহমান রাজু স্বীকারোক্তি দিয়ে বলেছে যে নিহত ইজিবাইক চালক মনিরুলের বন্ধু ছিলো রাজু, সেই সুবাদে মনিরুলের বাড়ীতে রাজুর অবাধ যাতায়াত ছিল তারই প্রেক্ষিতে রাবেয়ার সাথে রাজুর অনৈতিক সম্পর্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে বিষয়টি মনিরুল জেনেও যায় হত্যাকান্ডের আগে মনিরুল তার স্ত্রীকে মারপিট করলে রাবেয়া রাজুকে তাকে মারপিটের কথা জানায়, অন্যদিকে রাবেয়াকে বিবাহ করতে হলে মনিরুলকে হত্যা করতে হবে এমন ভাবনা হতেই মনিরুলকে হত্যা করা, মনিরুল হত্যাকান্ডের পর হতে নানামুখি গুজব এর বিস্তর ঘটে, অন্যদিকে পুলিশ সার্বক্ষনিক ভাবে বিভিন্ন ভাবে রহস্য উদঘাটনে মাঠে নামে। দেবহাটা থানা ওসি বিপ্লব কুমার সাহা দৃষ্টিপাতকে জানান গতকাল আদালতে নিহত মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন ও কামটা গ্রামের সাইদুর রহমান রাজু ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী দৃষ্টিপাতকে জানান পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মনিরুল হত্যকান্ডের তদন্ত অব্যাহত রেখেছে। উল্লেখ্য ইজিবাইক মনিরুলকে হত্যা করে ফেলে রাখার স্থান ঐদিনই সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার পরিদর্শন করেন।

Please follow and like us:

Check Also

দেবহাটায় জামায়াতের বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

বুধবার (১ মে) সকালে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বেশ কয়েকটি স্পটে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।