ক্রাইমর্বাতা রিপোট: ঢাকা : উজান থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে দেশের মধ্যাঞ্চল। এ অঞ্চলের ছয় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।খবর অধিকার নিউজের।
দেশের নদ-নদীগুলোতে পানি উন্নয়ন বোর্ডের ১০১টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৬টি পয়েন্টেই পানি বেড়েছে। এর মধ্যে ১৬টি পয়েন্টে বিপৎসীমার উপরে বয়ে যাচ্ছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, গঙ্গা-পদ্মায় পানি বাড়তে থাকায় শনিবার মাওয়া পয়েন্টে পানি বিপৎসীমা পেরিয়ে যেতে পারে। রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।
যমুনা গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার, জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার, বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে ৬০ সেন্টিমিটার, সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে ৬৪ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ৪৬ সেন্টিমিটার এবং মানিকগঞ্জের আরিচায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।