ক্রাইমবার্তা রিপোটঃ কলারোয়া সাতক্ষীরাঃ বিয়ের আগের রাতেই মারা গেলেন সাতক্ষীরার এক মেধাবী ছাত্র। সে কলারোয়া উপজেলা দিয়াড়া গ্রামের দফতরী পাড়া জামে মসজিদের ইমাম রুহুল কুদ্দুস। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল বারীর ছেলে। আজ সোমবার তার বিয়ে হওয়ার কথা ছিল।
রবিবার ভোর রাতে তিনি এন্তেকাল করেন। প্রতিদিনের ন্যায় তিনি এশার নামজ পড়ে ঘুমাতে যান। রবিবার ভোরে ফজরের নামাজ পড়াতে ডাকা ডাকি করলে তিনি কোন সাড়া দেয়নি। পরে নিজ বেডে তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার। মৃত্য কালে পিতা, মাতা ২ভাই সহ অসংখ্য অত্নীয় স্বজন বন্ধুসহ গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার পারিবারিক ভাবে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। বিয়ের সব আয়োজন ও শেষ পর্যায়ে। বাকি ছিল শুধু মুসলিম রীতি অনুযায়ী কলেমা পড়িয়ে বউ ঘরে তোলা।
তিনি ছিলেন একাধারে এক জন হাফেজ ও ইসলামী আন্দোলনের বৃহত্তর ছাত্রসংগঠনের এক জন নিবেদিত প্রাণ।
তার মৃত্যুতে ছাত্র সংগঠনটির জেলা সভাপতির পক্ষ থেকে জানাযাতে অংশ নেয়া ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।