স্বাস্থ্যবিধি মেনে নলতা পাক রওজা শরীফের খাদেম সাহেবের দাফন সম্পন্ন

মোঃ রফিকুল ইসলাম, নলতা থেকে ॥ মহামারী করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফের সর্বজন শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল ৯জুলাই বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় পাক রওজা শরীফ মাহফিল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে যানাজা শেষে ফজরের নামাজবাদ পীর আম্মার মাজার সংলগ্নে মরহুম খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদকে শায়িত করা হয়েছে। নামাজে যানাজা পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওঃ আবু সাঈদ। উক্ত নামাজে যানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ ডা. আ ফ ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জামরুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, ইউনাইটেড গ্র“পের চেয়ারম্যান আলহাজ্জ আকতার মাহমুদ রানা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, ভক্তবৃন্দ, মুসুল্লিবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে গতকাল বাদ মাগরিব নলতা পাক রওজা শরীফের সাপ্তাহিক মিলাদ শরীফে মরহুম শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।