আকাশে কালো মেঘ দেখা দিলেই আতঙ্ক ছড়ায় শ্যামনগর উপজেলার গাবুরায়: রিংবাধ সংস্কারের দাবী

ফরিদউদ্দীন-মুকুল, ক্রাইমর্বাতা রিপোট: (গাবুরা) বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সবশেষ ইউনিয়ন গাবুরা। সুন্দরবনের গা ঘেঁষে চারিদিকে পানি বেষ্টিত একটি দ্বীপ ইউনিয়ন গাবুরা। এখানে বসবাস প্রায় ৪৫ হাজার মানুষের। সুন্দরবনের কোল ঘেঁষে অপূরুপ সৌন্দর্যময় গাবুরায় সিডর, আইলা, ফনি, বুলবুল এবং সর্বোশেষ আম্পানের আঘাতে এর বেড়ি বাধ গুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা গুলো। আম্পানের আঘাতে গাবুরায় ব্যাপক আকারে ক্ষয় ক্ষতির সম্মুখীন হয় এবং নদীর পানিতে প্লাবিত হয় গাবুরা। গাবুরার ২৭ কিঃমিঃ রাস্তার মধ্যে ২৩ কিঃমিঃ রাস্তা ধসে পড়ে এবং সেগুলো সাধারন মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আম্পানের সময় মানুষ যখন পানিতে প্লাবিত তাদের আশ্রায়ের কোন যায়গা ছিলো না অনেকেই গাবুরা ছেড়ে চলে গেছে আবার অনেকেই রাস্তার উপর বসবাস করছে। গাবুরার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেচে থাকতে হয় সারাক্ষন।  আকাশে কালো মেঘ হলেই গাবুরার মানুষের মনে ভয়ের সৃষ্টি হয় আবার কখন জানি আইলা,ফনি,বুলবুল, আম্পানের মতো প্রলয়ঙ্করী ঘুর্নিঝড় এসে কেড়ে নেয় তাদের শেষ সম্বল টুকু আবার না জানি বসবাসের জন্য থাকতে হয় রাস্তায়। এভাবেই সারাটিবছর দুর্যোগের সাথে লড়াই করে কাটে গাবুরার ৪৫ হাজার মানুষের। বাজেটের উপর বাজেট হয় কিন্তু কখনো সেটা কার্যকর হয় না আর হলেও সেটা খুবই সিমিত আকারে। সর্বশেষ আম্পানের আঘাতে গাবুরার বেড়ি বাধ গুলো ভেংগে প্লাবিত হয় পুরা গাবুরা। সাধারন মানুষ সেচ্ছা শ্রম দিয়ে রিংবাধ দিয়ে কোনরকম পানি আটকায়। আম্পানের পর থেকে এক মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো হয়নি কোন বাজেট, হয়নি সেই বেড়ি বাধের কাজ গুলো। একটু বাতাশ হলে এবং সামান্য জোয়ারের পানিতে ভেংগে যেতে পারে বাধ গুলো। খুব দ্রুত যদি বাধ গুলো সংস্কার না করা হয় তাহলে আবারো যেকোন মুহুর্তে প্লাবিত হতে পারে এই ইউনিয়নটি। সংশ্লিষ্ট সকলের কাছে একটাই চাওয়া গাবুরা তথা উপকুলীয় অঞ্চলের বাধ গুলো সঠিকভাবে তদারকি করে সেগুলোর সংস্কার কাজ অতি দ্রুত শুরু করা। না হয় কোন একদিন আইলা,সিডর, ফনি এবং আম্পানের মতো আবারো কোন এক দুর্যোগে প্লাবিত হবে গাবুরা। গাবুরার সাধারন মানুষ এখন কোন ত্রান চায় না, তারা কোন আর্থিক সহযোগিতা চায় না, তাদের এখন একটাই দাবি বাজেটের মাধ্যমে টেকসই বেড়ি বাধ যেন হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।