ক্রাইমবার্তা রিপোট: করোনা পরীক্ষায় প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদসহ তিনজনকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের ডিবি থেকে র্যাবে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা জালিয়াতির মামলার তদন্তভার র্যাবের কাছে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি হস্তান্তর করা হয়। তবে শাহেদকে নিয়ে অভিযানে উদ্ধার অস্ত্র ও মাদকের মামলা ডিবিই তদন্ত করবে বলে জানান তিনি। গত ৬ই জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ই জুলাই হাসপাতালটির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। পরে ১৫ই জুলাই শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। ১৬ই জুলাই শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …