গাবুরা (শ্যামনগর): গাবুরায় সন্ত্রাসী হামলায় মৃত্যু নেছার আলী কাগজীর ছেলে গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম আলী (৫০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার সময় গাবুরা গাইনবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চৌদ্দরশি সেতুর কাছে সন্ত্রাসীরা তাঁর পথরোধ করে গুরুতর আহত করে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর সদর হাসপাতালে ও পরে রাত ২টার সময় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশেমের বড় ভাই জাফর আলী কাগজী জানান, গাবুরা ইউনিয়নে বর্তমানে পল্লী বিদ্যুৎ-এর মিটারের কাজ চলছে। একাজে সহায়তা করছেন আবুল কাশেম। সেই কাজ শেষে বাড়ি ফেরার পথে এই হামলা চালানো হয়। হামলাকারীদের নাম ও পরিচয় পুলিশকে জানানো হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার জানান, কাশেম আলীর মাথা, হাত, পা ও বুকে মারাত্মকভাবে আঘাত রয়েছে।
গাবুরা ইউনিয়নের কৃষকলীগের লীগের সভাপতি আমের আলী শেখ বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কাশেম আলী তাদের চিনেছেন এবং নামও বলেছেন। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, আবুল কাশেম ভাই সাধারণ মানুষের পক্ষে সবসময় কথা বলেন। এজন্য কিছু দুষ্টচক্র তার উপর ক্ষিপ্ত হয়ে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …