ক্রাইমবাতা রিপোটঃ দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৮.৭২ শতাংশ এবং এ নাগাদ শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ।
মোট ৯১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭৪টি। এর বিপরীতে ২ হাজার ৭৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ২ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন শনাক্তদের নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। মোট সেরে ওঠেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৭৮১ জনে।
Check Also
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …