আশাশুনি প্রতুনিধিঃড় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে আশাশুনি ইয়াং সোসাইটির খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার আশাশুনিতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কয়েক শত পরিবারের মাঝে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইকতারেন সহযোগীতায় ও আশাশুনি ইয়াং সোসাইটির ব্যবস্থাপনায় রান্না খাবার বিতরন করা হয়।
এ সময় আশাশুনি ইয়াং সোসাইটির উপদেষ্টা তারিকুজ্জামান, আল-আমিন ও সোসাইটির এডমিন রুহুল কুদ্দুস,প্রতাপনগর পরিচালক আবু সাঈদ ব্লাড ব্যাংকের পরিচালক মোস্তাকিম বিল্লাহ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঘূর্ণিঝড় আফফান এ আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়ন এখন শতভাগ পানির নিচে ।মানুষ মানবেতর জীবনযাপন করছে আজ একশো দিনের মত। ইয়ং সোসাইটি আশাশুনির পক্ষ থেকে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
