নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি (৬৫) মারা গেছেন। মৃত্যু নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে ভাইপোর বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা।
এদিকে, সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে-এমনটি দাবি করে মরহুমার ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হন। সত্যতা নিরুপণের লক্ষ্যে পুলিশ পরে সোনাভান বিবির লাশ সেখান থেকে থানায় নিয়ে আসে।
অভিযোগকারী রফিকুল ইসলাম জানান, ‘আমার ফুফু তার আরেক ভাইপো ইসরাফিলের বাড়িতে থাকতেন। সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যু স্বাভাবিক মনে না হওয়ায় আমি থানা পুলিশের সাহায্য চেয়েছি।’
এদিকে, মরহুমার আরেক ভাইপো ইসরাফিল ও জাহাঙ্গীর আলম জানান, ‘ফুপু দীর্ঘদিন যাবত যক্ষ্মাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সাতক্ষীরার ডাক্তার মামুনুর রশীদের কাছ থেকে চিকিৎসা নিতেন ও ঔষধ খেতেন। শনিবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান।’
তারা অভিযোগ করে আরও বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা ফুপুর মৃত্যু নিয়ে বিভ্রান্তি করছেন।’ শনিবার রাত ১০টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের লক্ষ্যে সাতক্ষীরায় মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’