শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ও ইজি বাইক-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত- আরো ১

ক্রাইমবাতা রিপোট: শ্যামনগর:   শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে রমজান গাজী (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ৭টার দিকে উপজেলার ধূমঘাট গ্রামে ফেরদাউসের মাছের ঘেরে সে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়। শুকুর আলী ওই গ্রামে শুকুর আলী গাজীর ছেলে

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যাড. জি.এম শোকর আলী জানান, সকালে ঘেরে মাছ ধরার সময় অরক্ষিত অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়।

অন্যদিকে  শ্যামনগরে ইজি বাইক- মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার দুপুর দেড়াটার দিকে উপজেলা সদরে সুন্দবন সিনেমা হলের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি মঠবাড়িয়া গ্রামে মৃত মকবুল শিকারীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী কহিনুর জানায়, কালিগঞ্জ হতে মটর সাইকেল যোগে শ্যামনগরে আসার সময় বিপরীত দিক থেকে ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরত্বর আহত হয় আনিছুর রহমান। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তিনি মারা যান। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ইজি বাইক ও মটর সাইকেলটি থানায় আটক রাখা হয়েছে। শ্যামনগর (সদর) প্রতিনিধি;

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।