দেবহাটা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট, ভূক্ত ছয় আসামীকে গ্রেফতার পরবর্তি আদালতে প্রেরন করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতরা হলো ভাতশালা গ্রামের আহাদ বিশ্বাসের পুত্র নুরালী বিশ্বাস, একই গ্রামের কালুঢালীর পুত্র আব্বাস ঢালী, অপর মামলার আসামীরা হলো পারুলিয়ার চালতেতলা গ্রামের আবুল কাসেম গাজীর দুই পুত্র আমিনুর রহমান ও জামালগাজী, জামালের স্ত্রী মনোয়ারা খাতুন, এবং আমিনুরের স্ত্রী মাজিদা খাতুন, অভিযানে নেতৃত্ব দেন এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীন, এএসআই মোজাম্মেল হক ও এএসআই শামীম।
