হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর
অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব-প্রোগ্রাম বাংলাদেশ
ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার
গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত
টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে। এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত
বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর ২০ বুধবার
সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ওয়াস উদ্যোক্তা ও উপকরণ
সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার
লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য উদ্যোক্তাদের কাঁচা মাল
ক্রয়ের ক্ষেত্রে সমস্যা সমাধান ও সহজলভ্য কিভাবে করা যাবে সে বিষয়ে
বিস্তারিত আলোচনা করা হয়। কাঁচামাল ব্যবসায়ীরা কিভাবে সহজে মালামাল পৌছে
দেওয়া যাবে, মালের গুণগত মান কিভাবে নিশ্চিত করা যাবে সে বিষয়ে আলোচনা
করা হয়। কাঁচামাল সরবরাহকারীরা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দানের জন্য
প্রতিজ্ঞাবদ্ধ হন। ওয়াস উদ্যোক্তারা যদি সহজে গুণগতমানের পণ্য পেতে পারে
তাহলে ওয়াস সুবিধা বঞ্চিত মানুষদের সহজে সেবা প্রদান করা যাবে বলে বিশ^াস
করেন। কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে আলোচনা করেন আরএফএল প্রতিনিধি মোঃ
বিপুল আলম, মোঃ বখতিয়ার রহমান, হ্যামকো প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম বাবু,
পানির ব্যবসার মালামাল সরবরাহকারী মোঃ খলিলুর রহমান, বালু ব্যবসায়ী মোঃ
আসাদুলসহ অন্যান্যরা। ওয়াস উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা
করেন জেসমিন আরা, ফরিদা বেমগ, রাবেয়া খাতুন ও ডলিসহ অন্যান্যরা। নন্দিতা
রানী দত্ত’র ব্যবস্থাপনাায় মোঃ শরিফুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন
এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চলনা করেন মৃনাল কুমার সরকার, টাউন
কোঅর্ডিনেটর-এইচপি। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা
সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প
বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল
ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস
ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন
অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …