চৌগাছায় গাজাসহ মোটরসাইকেল জব্দ।

রুহুল আমিন( চৌগাছা) যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছায় ১কেজি গাজাসহ একটি মোটরসাইকেল জব্দ।আজ বৃহস্পতিবার দুপুরের উপজেলার সলুয়া বাজার সংলগ্ন এলাকা থেকে এই মাদকদ্রব ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এএসআই দিরাজ সঙ্গীয় ফোর্সসহ সলুয়া বাজার এলাকায় অবস্থান নেয় এসয় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন  ওরফে ফান্টু লিটন পিতা  মৃত আব্দুল করিম সাং আফ্রা (চন্দ্রপুর) মাদকসহ সলুয়া থেকে আফরার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বেলা ২.৩০ ঘটিকার সময় পুলিশ মোটরসাইকেলটির গতিরোধ করার জন্য সিগন্যাল দিলে ফান্টু লিটন মোটরসাইকেল এবং মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়িয়ে  পালিয়ে যায়। এসময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত মোটরসাইকেলের সাথে থাকা ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভিতর স্কচটেপ দিয়ে মোড়ানো ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,কুখ্যাত মাদকব্যবসায়ী লিটন ওরফে ফান্টু লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।