আশাশুনি প্রতিনিধি: আশাশুনির ঐতিহ্যবাহী আশাশুনি হাফিজিয়া মাদ্রাসায় আশাশুনি ইয়াং সোসাইটির উদ্যোগে ও সাতক্ষীরা অল ব্রাদার্স সার্কেল এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আজ বিকাল ৫ টায় এসব বিতরণ করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক জায়িদ আব্দুল্লাহর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশাশুনি ইয়াং সোসাইটির এডমিন রুহুল কুদ্দুস, তথ্য প্রযুক্তি সম্পাদক রিয়াজ হোসেন, আব্দুল আলিম প্রমুখ।
এসময় আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় তিনশত ঔষধি ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয় ।
উক্ত কর্মসূচিতে ইয়াং সোসাইটির নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ মরুময়তা নেমে আসতে পারে। যা প্রতিরোধের অংশ হিসেবে সচেতন মহলের পক্ষ থেকে বৃক্ষরোপণ এর উপর গুরুত্ব আরোপ করা দরকার।