হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় জাতি আতঙ্কিত  ……….আ স‌ ম‌ রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র জাতীয় পরিষদের ভার্চুয়াল সভায় সভাপতির ভাষণে দলীয় সভাপতি আ স ম আবদুর রব বলেন, হত্যা এবং ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত বিস্তার লাভ করছে সে ভয়াবহতায় সমগ্র জাতি এখন আতঙ্কিত। রাষ্ট্র নারী ও শিশুদের ধর্ষণ ও ধর্ষণের শিকারদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে  ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না। ফলে হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় সমগ্র জাতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জনগণকে নিরাপত্তাহীন এবং আতঙ্কগ্রস্ত রেখে রাষ্ট্র পরিচালনা কোনক্রমে গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সংকটে নিমজ্জিত সরকার সমাজে সুশাসন দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবৈধ সরকারের অপসংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। অপশাসন এবং বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্র এবং সমাজকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সমাজের আভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙ্গে পড়বে এবং সমাজ দ্রুত নৈরাজ্যের দিকে  ধাবিত হবে। দুর্নীতি, অদক্ষতা ও বেআইনি কর্মকাণ্ডের ফলে সরকারের সকল প্রতিষ্ঠান আইন অনুযায়ী কর্তব্য সম্পাদনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই সরকার ক্ষমতায় থেকে আর আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেনা।
আজ অনুষ্ঠিত সভায় আ স ম রব আরো বলেন উপনিবেশিক শাসন ব্যবস্থা দিয়ে আর গণমুখী রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হবে না। এখন আন্দোলন করতে হবে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে,  শুধুমাত্র শাসক‌ পরিবর্তন নয়। একই সাথে শাসক এবং শাসন ব্যবস্থা বদল করতে হবে।
আন্দোলন হবে জাতীয় ঐক্যমতের ‌ভিত্তিতে। আন্দোলনের রূপ হবে গণঅভ্যুত্থান মুলক। গণআন্দোলন, গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থান জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করাই হবে এ মুহূর্তে আমাদের রাজনৈতিক করণীয়।
সভায় দলের সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন শাসন ব্যবস্থা বদলের শাসনতান্ত্রিক রূপ রেখা ১০ দফা ও ১৪ দফার প্রস্তাবনা উত্থাপন করে জেএসডি দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই কর্মসূচির কোন বিকল্প নেই।
সভায় দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে জে এস ডি’কে মুখ্য ভূমিকা ভূমিকা পালন করতে হবে, দলকে সেইভাবে সংগঠিত করতে হবে। জে এস ডি হবে আন্দোলন সংগ্রামের প্রতীক।
সভায় বক্তব্য রাখেন সর্বজনাব সা কা ম আনিসুর রহমান খান, আব্দুস সালাম, বাবু হীরালাল চক্রবর্তী, হাসিনা রওনাক,মহুয়া কুদরত, আমিন উদ্দিন বিএসসি, মীর জিল্লুর রহমান, ফকির শওকত ও  ব্যারিস্টার ফারাহ খান প্রমূখ।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।