ক্রাইমবাতা রিপোট: : সড়কের ধারে রাখা গরম পানিতে পড়ে দগ্ধ হয়েছে ৭ বছরের শিশু। শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের পারকুখরালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু আনোয়ারা খাতুন(৭) পারকুখরালী গ্রামের আবুল হোসেনের কন্যা।
শিশু আনোয়ারার মাতা মঞ্জুয়ারা জানান, শিশু আনোয়ারা রাস্তায় খেলা করছিল। এসময় পাশ্ববর্তী মোকলেছুর রহমানের স্ত্রী জামেলা খাতুন একটি গরম পানির হাড়ী রাস্তার পাশে রাখেন। শিশু আনোয়ারা খেলা করতে গিয়ে ওই গরম পানির হাড়ির মধ্যে পড়ে যায়। সে সময় শিশু আনোয়ার শরীরের পিছন দিকে(কোমর হতে হাটু পর্যন্ত) দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বতর্মানে তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
এলাকাবাসী জানান, উক্ত জামেলা খাতুন সড়কের ধারেই চুলা তৈরি সেখানে পানি গরম, রান্না-বান্নাসহ যাবতীয় কাজ করে। প্রায়ই সময়ে গরম পাত্র রাস্তার পাশে রেখে দেই। এতে শিশুসহ অনেকেই আহত হয়েছেন। এ বিষয়ে তাদের বার বার সতর্ক করেও কোন লাভ হয়নি। সড়কের ধারে চুলায় রান্না বন্ধ না করলে আরো দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে সড়কের ধার হতে ঝুঁকিপূর্ণ চুলা সরাতে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …