নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতা, জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসার। তারই ধারাবাহিকতায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন গরীব অসহায় মায়ের সন্তানের চিকিৎসা ও দুধ ক্রয়ের জন্য এবং একজন অস্বচ্ছল গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর লেখা পড়ার জন্য শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। অসহায় মায়ের হাতে চিকিৎসা ও বাচ্চার দুধ ক্রয়ের জন্য ৫ হাজার টাকার চেক ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলার মানবিক চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও মানবিক সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। সহায়তার চেক পেয়ে অসহায় মা ও শিক্ষার্থী সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীকে মন খুলে দোয়া ও আশির্বাদ করেন। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূক্তভোগি ও সচেতন মহল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ্য খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল ও গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …