২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৭৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪২ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।