২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৭৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪২ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।