বর্ষীয়ান জননেতা শেখ আনসার আলীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্ষীয়ান জননেতা এডভোকেট শেখ আনসার আলী ইন্তিকাল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত ও মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনি ও আত্মবীয়স্বজনসহ অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন।
নামাজে জানাযা: শেখ আনসার আলীর জানাযার নামাজ গতকাল বাদ মাগরিব রাজধানীর বিজয়নগরের বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাযে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জানাযায় আরোও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি আব্দুস সালাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট আলমগীর হুসাইন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন , দফতর সম্পাদক আবুল হাশেম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত প্রাণ: সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট শেখ আনসার আলী ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি আজীবন আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি চেয়েছেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার রেখে যাওয়া কাজ আমাদের করতে হবে।
জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, এডভোকেট আনছার আলী ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি আজীবন আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করেছেন। তিনি চেয়েছেন সমাজে নামাজ প্রতিষ্ঠা হউক। যাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্যতা দূর হউক। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হউক। তিনি সব সময় চেয়েছেন এ দেশের শ্রমজীবী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা হউক। আর এ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন একজন যুদ্ধা। তার রেখে যাওয়া কাজ আমাদের করতে হবে। তাহলেই সমাজে শ্রমজীবী মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
এর পর তার ছেলে মরহুমের পক্ষ থেকে সকলের নিকট শেষ বিদায় নেয়। এরপর জামায়াত আমীর উপস্থিত সবার কাছে জানতে চান তিনি কেমন মানুষ ছিলেন। উপস্থিত সকল মুসল্লি এক বাক্যে সাক্ষ্য দেন তিনি একজন ভালো মানুষ ছিলেন। এসময় আমীরে জামায়াত বলেন, আল্লাহ যেন আমাদের এ সাক্ষ্যকে আখেরাতে তার সুপারিশের উছিলা করেন।
নামাজে জানাযা শেষে মরহুম শেখ আনসার আলীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
জামায়াত আমীরের শোক:  বিশিষ্ট আইনজীবী এডভোকেট শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
গতকাল দেয়া শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট শেখ আনসার আলী কিশোর বয়স থেকেই ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ ছিলেন। ৮০ ও ৯০ এর দশকে গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিগুলোতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ৯০ এর দশকের শেষ দিকে তিনি ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনসমূহ সফল করে তোলার দায়িত্ব পালন করেছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ভূমিকা পালন করে গেছেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসারে তার উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন, আমীন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক: এডভোকেট শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান যৌথ শোকবানী দিয়েছেন।
শোকবাণীতে তারা বলেন, বাংলাদেশের ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এডভোকেট শেখ আনসার আলী নিজ অবস্থান থেকে শিক্ষা, সমাজ ও জাতি গঠন, ইসলামের প্রচার ও প্রসার এবং দেশ ও জাতির বিশেষ করে শ্রমিকদের কল্যাণে নিঃস্বার্থে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ছিলেন আপোসহীন। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে। তিনি ছিলেন দেশপ্রেমিক শ্রমিক জনতার কল্যাণকামী মহান অভিভাবক। তিনি আজীবন আদর্শ, চরিত্রবান, সৎ খোদাভীরু শ্রমিক নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করেছেন। তার কর্মময় জীবন আদর্শ জীবন গড়ার জন্য প্রেরণা দিবে।
শোকবাণীতে নেতৃবৃন্দ আরো বলেন, মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
ঢাকা মহানগরী দক্ষিণের শোক: এডভোকেট শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের ইসলামের প্রচার ও প্রসারের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুম শেখ আনসার আলীর নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের শোক: সাবেক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সুপ্রীম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, সাবেক এমপি এডভোকেট শেখ আনসার আলী শ্বাসকষ্ট ও মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ৬ অক্টোবর দুপুরে ইন্তিকাল করেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন আইনপ্রণেতা হিসেবে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। বিশিষ্ট আইনজীবী এডভোকেট শেখ আনসার আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ছিলেন। একজন আইনজীবী নেতা হিসেবে তিনি আইনজীবীদের দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্রতিষ্ঠার পেছনে তার অনেক অবদান রয়েছে। আমি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি দুস্থ ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করতেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।