আশাশুনি বিভিন্ন স্থানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রুহুল  কুদ্দুস: আশাশুনি: ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আশাশুনি উপজেলার শ্রীউলা, আনুলিয়া, খাজরা, দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইপিআরসি’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আশাশুনি উপজেলায় আর্সোনিক সেফ ইউনিয়ন প্রকল্পের অধিনে ইপিআরসি কতৃক নিরাপদ পানির পরিকল্পনা, আর্সোনিক, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ের উপর জনসচেতনামূলক কাজ করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। এসময় বিভিন্ন গ্রামে স্বজমিনে উপস্থিত ছিলেন ইউনিসেফের খুলনা বিভাগের ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ, ইপিআরসি, এরিয়া কো-অডিনেটর আহসান কবির, টেনিং অফিসার সুমন খান, মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদ, ইউনিয়ন সুপারভাইজার আব্দুর রশিদ, রায়হান উদ্দিন প্রমুখ।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।