শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পৌরসভার ০৯নং ওয়ার্ডে ৭৬টি হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলর সাগর

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের ব্যক্তিগত উদ্যোগে অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা ২০২০ উপলক্ষে প্রতিবছরের ন্যায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পৌরসভার ০৯নং ওয়ার্ডের ৭৬টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্যাকেট ময়দা, চিনি, সুজি, ছোলার ডাল ও গরম মসল্যা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত বিশ^াস, জেলা মন্দির কমিটির উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ, পলাশপোল পূজা মন্দির কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাতক্ষীরা সেলুন মালিক সমিতির সভাপতি সুবল বিশ^াস প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, ‘শারদীয় দূর্গোৎসব সবার মাঝে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সুসংহত করার লক্ষ্যে আমি অসহায় মানুষের সাথে সকল উৎসবের আনন্দ ভাগা ভাগি করে নিতে প্রতিবছর দুর্গা পূজায় নিজস্ব অর্থায়ণে ব্যক্তিগতভাবে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনকল্যাণে কাজ করা একটি মহৎ কাজ। আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন এই মহৎ কাজটি করে যাবো। এসময় অতিথি ও সুবিধাভোগীরা পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের এই ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং পৌর কাউন্সিলর সাগরকে মন খুলে দোয়া ও আশির্বাদ করেন এবং সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Check Also

অবৈধ সভাপতির একক স্বাক্ষরে বেতন-বিল পাশ করানোর অভিযোগ ব্যাংক ম্যানেজার শংকরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ সভাপতির একক স্বাক্ষরে বেতন-বিল পাশ করানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।