ক্রাইমবাতা রিপোট: কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তারা অ্যালকোহল পান করেছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোরে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস (৩৫) ও অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে গতরাত ১২ টার দিকে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাসকে ভোররাত ৪টার দিকে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।
ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কিভাবে হয়েছে।
এর আগে
কুষ্টিয়ায় অতিরিক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
আজ দুপুরে কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে অতিরিক্ত অ্যালকোহল পানে ৬ জন গুরুত্বর অসুস্থ হয়ে পরে। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মফিজুলের ছেলে সাজিদ (২০), থানাপাড়া এলাকার সাগরের ছেলে ফাইম (১৮) ও আরমানের ছেলে পাভেল (১৯) মারা যান।
এই ঘটনায়, কুষ্টিয়া জেনালেল হাসপাতালে আরএমও ডাঃ তাপশ কুমার সরকাল বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একে একে ৬ যুবককে হাসপাতালে নিয়ে আসে তাদের ¯^জনরা।
তাদের পরিবারের লোকজন এলোমেলো কথা বলায় তাদের পরিক্ষা করে জানাযায় তারা অতিরিক্ত অ্যালকোহল পান করেছিলেন। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ, ৬টার দিকে ফাহিম এবং সাড়ে সাতটার দিকে পাভেল মারা যান। এছাড়া সুরুজ নামে এক যুবককে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে থানাপাড়া এলাকার রাজুর ছেলে শান্ত (২১) ও আড়–য়াপাড়া এলাকার শরিফুলের ছেলে আতিকুল ইসলাম সজীব(২২)।
তিনি আরও জানান, বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।