রুহুল কুদ্দুস: আশাশুনি: আশাশুনির শোভনালীতে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদের সামনে ব্র্যাকের পল্লীসমাজ সংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে সারাদেশে নারী, শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনা অহরহ ঘটে চলেছে।
এই সকল ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণসহ নির্যাতন ও হত্যা বন্ধ এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রশিদ, গ্রাম আদালত সহকারী কনক মন্ডল, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার উজ্জল হোসেন, পল্লীসমাজ সমন্বয় সভার সভাপতি বিলকিস নাহার প্রমুখ।
মানববন্ধনের আগে শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লীসমাজ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতনতার লক্ষ্যে লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।