ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুর থেকে মাছ চুরি করে বিক্রি করছেন সোহাগ ও সাকিব নামের দুই পিয়ন। প্রতি শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বিঘেœ মাছ চুরি করছেন ওই দুই পিয়ন।
চুরি করা মাছ কিনছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পূর্বপাশের মৎস্যঘের মালিক আসলাম হোসেন নামক এক ব্যক্তি। প্রতি সপ্তাহে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ জাল টেনে ধরে তা বিক্রি করেন। গোপনে মাছ চুরি ও বিক্রি দৃশ্য স্থানীয়দের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়লে জানাজানি হয়। অফিসের হেড ক্লার্ক আবুল কালামসহ অন্যান্যরা মাছ চুরির টাকার ভাগ পায় বলে জানান স্থানীয়রা। ঘের মালিক আসলাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে মাছ চুরির সাথে জড়িতদের নাম জানা যাবে বলে স্থানীয়দের দাবি। সূত্রমতে, শুধু মাছ নয় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার জিনিসপত্র চুরি করে তা বিক্রি করে একটি চক্র। দীর্ঘদিন ধরে এ আকাম চলে আসলেও তার কোন প্রতিকার হয়নি। সূত্র জানায়, মাছসহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে।
জানতে চাইলে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল বলেন, এব্যাপারে আমি কিছুই জানিনা। আগামীকাল (আজ) অফিসে গিয়ে জানাবোঝা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
স্থানীয়রা এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।