চলে গেলেন হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী…

চলে গেলেন হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী…
================================

বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেম-উলামার উস্তাদ হেফাজত মহাসচিব হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী মহান মাওলার ডাকে সাড়া দিয়ে আজ দুপুরে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাকালিন মুহতামিম, হাজারো আলেম-উলামার উস্তাদ হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী-এর ইন্তিকালে জাতি একজন অভিভাবককে হারাল।

ইতিমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে দান করুন। আমীন।

তাঁর ইন্তিকালে শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে সবরে জামিল দান করুন। আমীন

Check Also

শ্যামনগরে দাখিল পরীক্ষায় অসদুপায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

এবিএম কাইয়ুম রাজ , শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।