ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে বাংলা মানুষ আজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এই মানববন্ধনে ভোলা বাংলা স্কুল মোড়,সদর রেড,নতুন বাজার এলাকায় ঘণ্টাব্যাপী আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ গ্রহন করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। যার ফলোশ্রুতিতে এই অবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন। যারা হত্যা, লুট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করেছিলেন বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকেও ক্ষমা করে দিয়েছে।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলার মানুষের মনি কোঠায় চির দিন বিরাজ করবে। যতো দিন বাংলার মানুষ থাকবে তত দিন তাদের হৃদয়ের মনি কোঠায় বঙ্গবন্ধু বিরাজ করবে। কিন্তু জাতির জনকের ভাস্কর্য নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর অনেক দেশ রয়েছে ইন্দোনেশিয়া ,মালোশিয়া মনকি পাস্তিানে ভাস্কর্য রয়েছে। ইন্দোনেশিয়া বালিতে শত শত ভাস্কর্য আছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এছাড়ার পরে ভোলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাস্কুল মাড়ে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।