পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অধিকার কর্মী কারিমা বালুচের মরদেহ উদ্ধার করেছে কানাডা পুলিশ। গত রোববার কানাডার টরন্টো থেকে নিখোঁজ হন নির্বাসিত এই অধিকার কর্মী। পরে অনুসন্ধান চালিয়ে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, নিখোজের পর তার সন্ধান চেয়ে পুলিশে অভিযোগ জানান কারিমার স্বজনরা। তিনি পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রের সমালোচক ছিলেন। তিনি পাকিস্তানের স্বাধীনতাকামী অঞ্চল বেলুচিস্তানে জন্মান। ২০১৬ সালে তিনি বিবিসির অনুপ্রেরণামূলক ১০০ নারীর একজন নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তার মৃত্যু নিয়ে বোন বলেন, কারিমার মৃত্যু শুধু পরিবারের জন্যেই দুঃখের নয়, বালুচ স্বাধীনতা আন্দোলনও এতে ক্ষতিগ্রস্থ হলো। এদিকে তার মৃত্যু হত্যাকা- এমন দাবির তদন্ত চেয়ে আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।