সাংবাদিক কাজল ৮ মাস পর কারামুক্ত

ক্রাইমবাতা রিপোটঃ     গ্রেফতারের ৮ মাস পর কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।  শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক।

শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক।  তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়।  বেনাপোল থেকে গ্রেফতারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ।  এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।