মো, আল-আমিন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শাহাজামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক আসামী বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর মৃত ইবাদত মন্ডলের ছেলে শাহ জামাল (৩০)।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে আটককৃত আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান, এএসআই মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স সীমান্তের দৌলতপুর গ্রামের বটতলা নামক স্থানের ধৃত আসামীর নিজ বাড়ির তিন জায়গায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ শাহ জামাল নামে একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে জানতে পেয়ে আমি নিজে ঘটনাস্থলে পুলিশি অভিযান চালিয়ে মাদক সহ আসামিকে গ্রেফতার করা হয়। আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।
এসময় তিনি আরও বলেন, মাদকের সাথে সম্পৃক্ত থাকা কোন ব্যক্তিকে কোন প্রকার ছাড় নয় বরং আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করান হবে।