আক্তারুজ্জামান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মালটা,কমলাসহ শীত কালীন বিভিন্ন সবজির চাষ করে আশার আলো জাগিয়ে তুলেছে শাফি খন্দকার।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার ব্রক্ষকাটি গ্রামে গড়ে উঠেছে এসব ক্ষেত।
আর এই ক্ষেত প্ররিচার্য করার জন্য ১০,১২ শ্রমিক সময় কাজ করছে।
ক্ষেতের মালিক এ,এফ,এম,শাফি খন্দকার সাংবাদিকদের জানান,বাড়ির মধ্যে অনেক জমি পড়ে থাকার কারণে মালটা,কমলা,বিচি বিহিন কাগজী লেবু,সিম,লাউ,আলু,ক্যাপসিকাম,কাচাঁ ঝাল,ও নাসচারি করাসহ বিভিন্ন সবজির ক্ষেত রয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলামের অনুপ্রেরণায় আমার এই দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হয়েছে। উপজেলা কৃষক অফিসার মহাদেব চন্দ্র সাহা এসব ক্ষেতে গত মাসে সরেজমিনে পরির্দশনে এসে তার সহযোগিতায় (ভার্মি কম্পেষ্ট কেচো সার) প্রজেক্ট পেয়েছি। এ,এফ,এম,শাফি খন্দকার আরো জানান,করোনা কালীন সময়ে এই উদ্যোগ নিয়ে ছিলেন। আশার করছি আগামী দুই তিন মাসের মধ্যে মালটা ও কমলা ধরা শুরু হবে।