অভয়নগরে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি  সংঘর্ষ: আহত ১০

বিলাল মাহিনী, (অভয়নগর) যশোরঃযশোরের অভয়নগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) আনুমানিক ৩ টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের রোমান জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। আহত দুই চালকসহ এক নারী যাত্রীর অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন, হানিফ পরিবহনের চালক ঢাকার নূর ইসলাম (৫০) ও বেনাপোলগামী নয়নমনি পরিবহনের চালক যশোরের মিন্টু (৫১), অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বগুড়াতলা গ্রামের মুক্তার আলী গাজীর মেয়ে নিলুফা (৩০)। অহত সাত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার  বেলা তিন দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে রোমান জুট মিলের সামনে খুলনাগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-২৬১৯) সঙ্গে বেনাপোলগামী নয়নমনি পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৪-১৭২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ ৮জন যাত্রী আহত হয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে সাতজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আতহ অপর তিনজনকে হাইওয়ে থানা পুলিশ নিয়ে যায়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যানবাহন চলাচল।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার শাহীনুর রহমান জানান, গুরুত্বর আহত দুই চালক নূর ইসলাম ও মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারী নিলুফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুর্ঘটনা কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।