অজয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না কাজলের বাবা

বলিউড সেনসেশন কাজল এখন সুখের সংসার করছেন অজয় দেবগনের সঙ্গে।  কাজল যখন জনপ্রিয়তার তুঙ্গে তখনই বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে।

কিন্তু কাজলের বাবা, পরিচালক সোমু মুখোপাধ্যায় মেয়েকে অজয়ের হাতে তুলে দিতে রাজি ছিলেন না।  তবে সেই সময় কাজলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মা তনুজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কাজল নিজেই।  এ অভিনেত্রী বলেন, মাত্র ২৪ বছরে আমার বিয়ে করাটা মেনে নিতে পারছিলেন না বাবা। তিনি বলেছিলেন, বিয়ের আগে আমার আরও কাজ করা উচিত। কিন্তু সেই সময় মা আমাকে সমর্থন করেছিলেন। আমার মনের কথা শুনতে বলেছিলেন। আমার সৌভাগ্য যে সেই সময় বাবা ছাড়া পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাই আমি আমার ইচ্ছামতো কাজটা করতে পেরেছিলাম।

অজয়কে বিয়ের পর কাজলের বাবা চার দিন তার সঙ্গে কথা বলেননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কাজলের ছবি ‘ত্রিভঙ্গ’। সেখানে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে কাজলকে।  তিন প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবি।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Check Also

নতুন বাংলাদেশে সুযোগ দেখছে ইসলামিক চরমপন্থীরাও, বলছে নিউইয়র্ক টাইমস

গেল আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।