আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন-২০২১,মেয়র পদে ০৫জন, কাউন্সিলর পদে ৫৮জন, সংরক্ষিত ১২ জন, শেষ দিনে মোট ৭৫জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনী আমেজে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাতক্ষীরা পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, বিএনপি’র মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর রউফ এর আগে জমা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। মেয়র পদে ০৫জন, সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১২ জন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০১নং ওয়ার্ডে মো. আব্দুস সেলিম, শেখ জুলফিকার রহমান উজ্জল, হারুন খান (হারু), শেখ রশিদুর রহমান (রশিদ), মো. জুলফিকার আলী ভুট্টো, নূরুল ইসলাম, ০২নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. আহসানুল কাদীর (স্বপন), ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ আব্দুস সেলিম, মো. আইনুল ইসলাম নান্টা, মো. সুমন রহমান, কামরুল কবীর চৌধুরী (চৌধুরী বাবু), মো. ইব্রাহীম খলিল, ০৪নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন কাজী ফিরোজ হাসান, শেখ আসাদ আহমেদ অনজু, শেখ আফজাল হোসেন (শাওন), ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শাহিনুর রহমান শাহীন, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. আমিরুল ইসলাম, মো. ফারুক হোসেন সরদার, মো. শহিদুল ইসলাম শহিদ, ০৬নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. কামরুজ্জামান কামু , ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. শফিউর রহমান শফি, মো. সাহাবুদ্দিন, মো. আব্দুল্লাহ আল-মামুন, ০৮নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শফিকুল আলম বাবু, মেহেদী আলী সুজয়, মো. আনারুল ইসলাম রনি, আব্দুল আনিচ খান চৌধুরী (বকুল), মো. শওকত আলী, ০৯নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবিদুল হক মুন্না, সংরক্ষিত ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাজিনা আক্তার (শান্তা), সংরক্ষিত ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন রওশানারা রুবি, ফরিদা আক্তার বানু (বিউটি), মরিয়ম পারভীন। সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে মোট ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গত তিন দিনে ৩৩ জনসহ মোট ৭৫ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র দাখিল করেছেন। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ, ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।