বিলাল মাহিনী(অভয়নগর) যশোর,প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের গাছ কাটার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনের নামে আদালতে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২১) যশোর বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মকছুদুর রহমান হীরক। যার সিআর মামলা নং- ৩৭/২১।
মামলার আসামিরা হলেন- উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ গাজীর ছেলে ইকরামুল কবির, একই গ্রামের আব্দুল হাকিম শিকদারের ছেলে রুবেল হোসেন, বাদল হোসেনের ছেলে সাচ্চু হোসেন, বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে মুজাহিদ হোসেন ও বাহিরঘাট গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজু হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯২৮ সালে স্থানীয় শিশুদের লেখাপড়ার জন্য শশীভূষণ সাহা নামে এক ব্যক্তি ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য জমি দান করেন। ওই বিদ্যালয়ের সামনে কিছু জমি শিশুদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। ওই খেলার মাঠের জমিতে ৬০ বছর পূর্বে বেশ কিছু মেহগনী গাছ রোপন করা হয়।
উপরে উল্লেখিত আসামিরা গত ১১ ডিসেম্বর ২০২০ তারিখে ওই জমিতে বেড়ে ওঠা দুইটি মেহগনী গাছ কেটে নিয়ে যায়। গাছ দুটির বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। গাছ কাটার সময় বাঁধা দিতে গেলে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
ওই সময় করোনা প্রাদূর্ভাবের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। পরে গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আপোষ-মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদ। এ বিষয়ে অভয়নগর থানায় মামলা করতে গেলে, থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন।