বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায়  চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে সেন্টমার্টিনের প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ২৩ জন মাঝি-মাল্লা নিয়ে এফভি যানযাবিল নামের ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বিকাল পর্যন্ত ট্রলারটির ৪ জনের লাশ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

জাহাজের মালিক ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এক সপ্তাহ আগে ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা হয়। আজ সকালে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায় বলে খবর আসে।

কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন,খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এ পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।