বিলাল মাহিনী, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
খাদ্যপণ্য বিক্রির লাইসেন্স না থাকায় অভয়নগরের শিল্প শহর নওয়াপাড়ার ১১টি দোকানের মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়ার প্রধান বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম জানান, নিত্যপয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি করতে হলে উপজেলা খাদ্য অফিসের লাইসেন্স থাকতে হবে।
খাদ্যপণ্য বিক্রি করার লাইসেন্স না থাকার কারণে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ ১৯৫৬ এর ৩নং ধারা লংঘনের দায়ে, নওয়াপাড়া বাজারের লুৎফর বেকারীকে ৩ হাজার টাকা, বিনিময় স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী দূর্গা বাণিজ্য ভান্ডারকে ৪ হাজার টাকা, জগবন্ধু স্টোরকে ৩ হাজার টাকা, রতন পালকে ২ হাজার টাকা, বিল্লালকে ৩ হাজার টাকা, রমজান শিকদারকে ৩ হাজার টাকা, ভীম সেনকে ৩ হাজার টাকা, বাসুদেব পালকে ২ হাজার টাকা, চালের দোকানী আলামিনকে ৩ হাজার টাকা ও সিরাজুলকে ২ হাজার টাকা মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, অভয়নগর থানা পুলিশসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।