কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে হামলার ঘটনা ঘটেছ। বুধবার সকাল ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা গেছে, আওয়ামীলীগের সভানেত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গাড়ি বহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি যুক্তিতর্কের শেষ দিনে সাতক্ষীরা আদালতে হাজির দিতে তালা-কলারোয়া আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব নিজ প্রাইভেটকারে সকালে কলারোয়ার বাড়ি থেকে রওনা হয়ে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সামনে পৌছালে কলারোয়া পৌরসভার গদখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজন (৩৫)’র নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসীরা তার গাড়ি থামিয়ে ভাংচুর শুরু করে। এসময় মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলামর সমার্থকেরা এই হামলা চালিয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপর দিকে বি,এন,পির ধানের শীষের মেয়র প্রার্থী শরিফুরজ্জামান তুহিনের সমার্থকেরা আক্তারুল ইসলামের সমার্থক শাহীনের বাড়ি ও দোকানে হামলা চালায় বলে জানান শাহীন ও তার স্ত্রী। এ সময় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভতি রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে বাদী শাহীন সাংবাদিকদের জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …