ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

শেরপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত ও দু’জন আহত হয়েছে।

রোববার সকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুর সদরে আসছিল। পথে মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে- মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। গুরুতর আহত হন দু’জন।

শেরপুর সদর থানার ওসি মো. আব্দুল্লাহ-আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দু’জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে

Check Also

কালিগঞ্জে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার তৈরির অভিযোগে ৩৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।