করোনায় কেড়ে নিল সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমদের প্রাণ

স্টাফ রিপোটার:    চলে গেলেন বর্ষিয়ান জননেতা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনছুর আহমদ। গনমানুষের অত্যন্ত কাছাকাছি থাকা প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্বের না ফেরার দেশে চলে যাওয়ার খবরে কাঁদছে সাতক্ষীরা, কাঁদছে জেলার বিস্তীর্ন জনপদ, শুন্যতায় সাতক্ষীরা। সদা হাস্যোজ্বল, অভিভাবক সুলভ মিষ্টি মধুর আচরনের কারনে সব দল সব মতের মানুষের আস্থার প্রতিমুখ হয়ে উঠেছিলেন চিরতরে হারিয়ে যাওয়া মুনছুর আহমদ। প্রায় একমাস পূর্বে তিনি অসুস্থবোধ করলে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা পজেটিভ ধরা পড়ে। পরবর্তিতে করোনা নেগেটিভ আসলেও শারিরীক জটিলতা দেখা দিলে রাজধানী ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাত এগারটা পাঁচ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি….রাজিউন)। পঁচাত্তর বয়সের বিনয়ী এই মানুষটি নিজ কর্ম যজ্ঞের কল্যানে, অসাধারন সাংগঠনিক দক্ষতা, কাজের প্রতি আন্তরিকতা, কর্মি সমর্থকদের প্রতি দরদ সর্বপরি পরিচ্ছন্ন রাজনীতির বরপুত্রে পরিনত হন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণকারী এবং সশস্ত্র যুদ্ধে নেতৃত্বদানকারী মুনছুর আহমদ স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখেন। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এই নেতা স্বাধীনতার পর দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের রিলিফ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন। পরবর্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলোতে বারবার চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় যাবৎ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রাণশক্তি মুনছুর আহমদ দলকে প্রান্তিক পর্যায় থেকে সুসংগঠিত করেছেন। হামলা মামলা এবং কারাবরনও করেছেন। বিগত সময়ে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান অধিকারী বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন, পিতা মৃত মরহুম হামিজউদ্দীন গাজী। গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর খবর প্রচার হলেও পরবর্তিতে জানানো হয় তিনি লাইফ সাপোর্টে আছেন। রাত এগারটা দশ মিনিটে খবর আসে সাতক্ষীরার প্রবীন এই নেতার মৃত্যুর খবর। মৃত্যুর খবর সর্ব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়লে বিরাজ করে বেদনা বিধুর পরিবেশ। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। নিঃঅহঙ্কার, নির্লোভ, অত্যন্ত মানবিক মানুষটি হারিয়ে যাওয়ায় সাতক্ষীরার জন্য শুন্যতার সৃষ্টি হলো। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমদ দৃশ্যতঃ কোন ধরনের প্রতিহিংসার রাজনীতির সাথে নিজেকে কখনও সম্পৃক্ত করেনি, নেতৃত্বের আর অভিভাবকত্বের পরিপূর্ণ গুন ছিল প্রয়াত নেতার মাঝে। সাতক্ষীরার জনসাধারনের জন্য তিনি ছিলেন আলোক বর্ণিতা, সেই আলোক বর্ণিতা অস্তমিত হয়েছে, হাসিখুশি থাকা, সফল সংগঠক মুনছুর আহমদ এর শুন্যতা পরতে পরতে অনুভব করবে দল সহ সাধারণ মানুষ। বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।