বিলাল মাহিনী অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার স্বনামধন্য শিল্পাঞ্চল শিল্প ও বন্দর নগরী নওয়াপড়া। অভয়নগরের রাজঘাট থেকে শুরু করে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত রয়েছে বিভিন্ন মিল কল-কারখানা। বর্তমানে এগুলোর পাশাপাশি মহাসড়ক সংগল্ন বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে কয়লার ড্যাম্প (কয়লার স্তুপ) তাছাড়া কিছু কিছু এলাকায় জনবসতিপূর্ণ জায়গায়তে বিভিন্ন ব্যবসায়ীমহল গড়ে তুলছে কয়লার স্তুপ। বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমান দিন দিন বেড়েই চলেছে।
উপজেলার মশহরহাটি গ্রামের সালাম হোসেন (৪২) জানান, আমরা কয়লার সাথেই বসবাস করছি, সব কিছুর মতোই এট নিত্য সঙ্গী কিন্তু কয়লার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবাই। আমাদের মশহরহাটি গ্রামের বিভিন্ন বয়সের মানুষ এখন শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে, কিছু কিছু মানুষের কয়লার কারণে এলাকা ছেড়েছে।
জনবসতিপূর্ণ এলকা থেকে কয়লা অপসারণের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।